thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সদস্যগণের সম্মানে ডিবিএ’র সংবর্ধনা প্রদান

২০২০ ফেব্রুয়ারি ২০ ১৩:১৬:৪৯
জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সদস্যগণের সম্মানে ডিবিএ’র সংবর্ধনা প্রদান

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ১৯ ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী এর সম্মানিত সদস্য জনাব কাজী ফিরোজ রশীদ, এমপি, জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি, জনাব মো. শফিকুর রহমান, এমপি, জনাব আব্দুস সালাম মুর্শেদি, এমপি, ও জনাব আব্দুল মমিন মন্ডল, এমপিসহ এসোসিয়েশনের অপর সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জনাব আব্দুর রহমান ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব হারুনুর রশীদকে স্থানীয় ঢাকা ক্লাব, স্যামসন এইচ চৌধুরী সেন্টার- এ এসোসিয়েশনের সকল সদস্যগনের উপস্থিতিতে এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে উক্ত অনুষ্ঠানে অতিথিদের মাঝে ফুল ও ক্রেস্ট প্রদান করেন ডিবিএ’র
পরিচালকবৃন্দ। ডিবিএ’র প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে যোগদানের জন্য
অতিথীবৃন্দকে শুভেচ্ছা প্রদান করেন এবং এসোসিয়েশনের গর্বিত সদস্য হিসেবে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে
সর্বদা তাদের সজাগ দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। তিনি তার বক্তব্যে পুঁজিবাজার উন্নয়নে সম্প্রতি মাননীয়
প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি ও বিভিন্ন কার্যকর উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে,
পুঁজিবাজারের অংশী হিসেবে সম্মানিত অতিথীগণ তাঁদের স্ব স্ব জায়গা থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষে
সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা অব্যহত রাখবেন।

অতিথীগন তাদের বক্তব্যে ডিবিএ’র এই আয়োজনকে সাধুবাদ জানান। তারা বলেন, ডিবিএ ইতিমধ্যে পুঁজিবাজারের একটি সুপ্রতিষ্ঠিত, কার্যকর সংগঠন হিসেবে পরিচয় লাভ করেছে। পুঁজিবাজার উন্নয়নে ডিবিএ’র বহুমূখী কর্মকান্ডের তারা প্রশংসা করেন। তারা পুঁজিবাজারের যে কোন উন্নয়নের জন্যে ডিবিএ’র সাথে একযোগ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিবিএ’র সাবেক প্রেসিডেন্ট জনাব মোস্তাক আহমেদ সাদেক ও জনাব মোঃ
শাকিল রিজভী এবং ডিএসই’র পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমন প্রমূখ।

ধন্যবাদ পর্বে এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রিচার্ড ডি’ রোজারিও, অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২০,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর