thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বিদায়ী সপ্তাহে ব্লকে লেনদেন হয়েছে ১৪৮ কোটি টাকার

২০২০ ফেব্রুয়ারি ২৮ ১৫:০০:৩৪
বিদায়ী সপ্তাহে ব্লকে লেনদেন হয়েছে ১৪৮ কোটি টাকার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৪৮ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৪ কোটি টাকা বা ৩০ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৩ কোটি টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৩ কোটি ৫৭ লাখ ৯৩ হাজার ৫৭১টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪৭ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ৪৮ কোম্পানির ৩ কোটি ০৯ লাখ ৬৩ হাজার ৬৫৭টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১১৩ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে ৩৪ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকা বা ৩০ শতাংশ বেশি লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭০ কোটি ৬১ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৬৭ লাখ৬০ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের।

এছাড়া ব্যাংক এশিয়ার ৪ কোটি ৩৭ লাখ ৬৭ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৪ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টাকার, ইন্ট্রাকোর ১৬ লাখ টাকার, লাফার্জহোলসিমের ৩২ লাখ ৯০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৮৭ লাখ ৬০ হাজার টাকার, নর্দার্ণ জুটের ৮ লাখ ৮৪ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ৬৫ হাজার টাকার, রেনেটার ১ কোটি ৪০ লাখ ৬১ হাজার টাকার, এসকে ট্রিমসের ২ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮২ লাখ ৪৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪ কোটি ৭৯ লাখ ৭১ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৩ কোটি ১ লাখ টাকার, আমান ফিডের ৮ লাখ ৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৫ লাখ ৯৪ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৫৮ লাখ টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৫ লাখ ২১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৭ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকার, দুলামিয়া কটনের ১৭ লাখ ১০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৫ কোটি ৮৯ লাখ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৮ লাখ ৪০ হাজার টাকার, ম্যারিকোর ৮ লাখ ৯৩ হাজার টাকার, অলিম্পিকের ৭৬ লাখ ৭৩ হাজার টাকার, সায়হাম কটনের ১০ লাখ ৬৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২২ লাখ টাকার, কোহিনূর কেমিক্যালের ১৯ লাখ ৭৬ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৩২ হাজার টাকার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ১৪ লাখ ৬৯ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৫ লাখ ৩৬ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ৬৬ লাখ টাকার, সায়হাম টেক্সটাইলের ৭৬ লাখ ৬৭ হাজার টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লাখ ৭০ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১৩ লাখ ৮৬ হাজার টাকার, ফরচুন সুজের ১৫ লাখ ৫ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ৪০ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৮,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর