thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

আমি কি চোর, লজ্জা লাগবে কেন? পাল্টা প্রশ্ন মাশরাফীর

২০২০ ফেব্রুয়ারি ২৯ ১৫:৪২:১৮
আমি কি চোর, লজ্জা লাগবে কেন? পাল্টা প্রশ্ন মাশরাফীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বশেষ সংবাদ সম্মেলনে এসেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। দীর্ঘ দিন পর আবারও গণমাধ্যমের মুখোমুখি হলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। যেখানে বিশ্বকাপ ও বিপিএলে পারফরম্যান্স নিয়ে ম্যাশের দিকে ধেয়ে এল এক প্রশ্ন। সেই প্রশ্নে খানিকটা চটে গিয়ে উত্তর দিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে মাশরাফীকে প্রশ্ন করা হয় তিনি বিশ্বকাপে উইকেট পাননি। বিপিএলেও তার পারফরম্যান্স আহামরী ছিল না। উইকেট না পাওয়া মাশরাফীর কাছে ‘লজ্জার’ কি-না।

মাশরাফী বলেন, ‘কেন? আমি কি চোর, লজ্জা লাগবে কেন। খেলার সঙ্গে লজ্জা-আত্মসম্মান আমি মিলাইতে পারি না। চারিদিকে এত চুরি-চামারি হচ্ছে, কই কারো তো লজ্জা লাগছে না! আর আমি মাঠে গিয়ে খেলব তাতে লজ্জা লাগবে। আমি কি চোর? উইকেট আমি নাই নিতে পারি, লজ্জা পেতে হবে কেন। আমি কি দেশের হয়ে খেলছি না। নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি।’

তিনি বলেন, ‘দেশের জন্য খেলতে এসেছি। আমি তো আত্মসম্মান বিকিয়ে দিতে আসিনি। মাঠে ক্রিকেটারের খারাপ সময় আসতে পারে। একজন উইকেট না পেতে পারেন। তার জন্য খারাপ লাগবে। বোর্ড উইকেট না পাওয়ার জন্য আমাকে বাদ দিতে পারে। কিন্তু তার জন্য আমার লজ্জা কেন লাগবে। আমি তো লজ্জা পাওয়ার মতো কিছু করছি না।’

টাইগার অধিনায়ক বলেন, ‘দেখুন পারফরম্যান্সের কোনো গ্যারান্টি নেই। আমি পারফর্ম করবই এমন গ্যারান্টি দিতে পারব না। এই গ্যারান্টি পৃথিবীর কেউই দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দেওয়া যায় যে আমি শতভাগ চেষ্টাটা করছি কিনা। সেই চেষ্টার গ্যারান্টি আমি দিতে পারব।’

তিনি বলেন, ‘কোনো কিছু প্রমাণ করার জন্য আমি কখনো ক্রিকেট খেলিনি। নিজের চেষ্টায় ক্রিকেট খেলেছি। আর সোশ্যাল মিডিয়ায় কি প্রশ্ন উঠছে সেটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আপনার মনে কি প্রশ্ন আছে সেটাই আমাকে করুন। আবারও বলছি, আমি কখনো কারো কাছে নিজেকে প্রমাণ করার জন্য ক্রিকেট খেলিনি। আমি বাংলাদেশের হয়ে খেলেছি। বাংলাদেশ দলকে জেতানো আমাদের প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব। সেরাটা দেয়া আমাদের দায়িত্ব। চেষ্টা করে যাওয়াটা আমাদের দায়িত্ব। সেই চেষ্টা যাতে সফল হয় সেটাই আমরাই সবসময় করে থাকি।’

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভালো। তারপরও তাদের সহজভাবে নিচ্ছেন না মাশরাফী, ‘জিম্বাবুয়ের কাছেও আমরা হারতে পারি। এমন নয় যে, আমরা জিম্বাবুয়ের বিপক্ষে আগে কখনো হারিনি। এমনকি যদি আমরা শেষ চার-পাঁচটা ম্যাচের দিকে তাকায় তাহলে দেখবো হারতে হারতে জিতেছি আমরা। তার মানে আমরা জিম্বাবুয়ের কাছে ওই ম্যাচে হারতে পারতাম বা তারা আমাদের হারাতে পারে।’

রবিবার ( ১ মার্চ) সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৯,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর