thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ২৯৭৯

২০২০ মার্চ ০১ ১০:৪০:৪১
করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ২৯৭৯

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাস সংক্রান্ত কোভিড-১৯ রোগ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত এ রোগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭৯ জনের। নতুন করে চীনে এ রোগে ৩৫ জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন ৫৭৩ জন।

রোববার চীনের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

চীনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়ায় এ রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ায় এক দিনে কভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১৩ জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৫০ জনে দাঁড়াল।

এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরো চারজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হলো ১৬ জন।

মহামারি ঠেকাতে সব দেশকে সতর্কতামূলক প্রস্তুতি রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ডব্লিউএইচও।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। তবে প্রাদুর্ভাবটি এখন কেন্দ্র পরিবর্তন করে বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর