thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

করোনার কবলে ট্রুডোর স্ত্রী, দুজনেই আইসোলেশনে

২০২০ মার্চ ১৩ ১২:১০:৩০
করোনার কবলে ট্রুডোর স্ত্রী, দুজনেই আইসোলেশনে

দ্য রিপোর্ট ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি জর্জি ট্রুডো করোনাভাইরাস আক্রান্ত হওয়া সন্দেহে স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছিলেন। এবার জানা গেল, পরীক্ষায় সোফির শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।

ট্রুডোর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, সোফি এখন ভালো আছেন। তার লক্ষণগুলো ভালোর দিকে।

সতর্কতা হিসেবে জাস্টিন ট্রুডোও ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন। তবে কোনো লক্ষণ দেখা না যাওয়ায় তার পরীক্ষা করা হবে না।

জর্জি ট্রুডো সম্প্রতি ইংল্যান্ড সফর করেন। সেখান থেকে ফেরার পর তার জ্বর ও অন্যান্য লক্ষণ দেখা দেয়।

উল্লেখ্য, কানাডায় এ পর্যন্ত ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর