thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

এবার সীমান্ত বন্ধ করে দিলো ইউরোপীয় ইউনিয়ন

২০২০ মার্চ ১৮ ১০:১৪:০৯
এবার সীমান্ত বন্ধ করে দিলো ইউরোপীয় ইউনিয়ন

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ৩০ দিনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ২৬টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এর আওতায় থাকবে। তবে যুক্তরাজ্য এ ব্যবস্থার বাইরে থাকবে।

করোনাভাইরাসের কারণে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে ইতালি, স্পেন ও ফ্রান্সে। এ কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে মোট ১ লাখ ৯৮ হাজার মানুষ করোনা ভাইরাসে সংক্রমিক হয়েছে এবং কমপক্ষে প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে।

ইউরোপী ইউনিয়নের নাগরিক, ইউ-নাগরিকদের পরিবারের সদস্য, দীর্ঘ মেয়াদী বাসিন্দা, কুটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া সবার ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে অনেক দেশ সীমান্ত আংশিক ও পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর