thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পতেঙ্গা সৈকতে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা

২০২০ মার্চ ১৯ ০৯:৫০:২০
পতেঙ্গা সৈকতে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আজ বুধবার দুপুর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে সব ধরণের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে।

পতেঙ্গা থানা সূত্র জানায়, সিএমপির এ নিষেধাজ্ঞার পর পতেঙ্গা সৈকত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লোকজনকে সেখানে ভিড় করতে দেওয়া হচ্ছে না। সৈকত এলাকা ও আশেপাশের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। সিএমপির পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে বলে থানা পুলিশ জানায়।

সিএমপি কমিশনার মো. মাহাবুবুর রহমান জানান, করোনা মোকাবেলায় সরকার সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। অথচ বন্ধ ঘোষণার সময় শিক্ষার্থীদের নিজ-নিজ ঘরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

এ বন্ধকে অনেকে ছুটি হিসেবে মনে করে অহেতুক ঘোরাঘুরি করছেন। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে সিএমপির পক্ষ থেকে সতর্কতামূলক এ পদক্ষেপ নেওয়া হলো। বাসস

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর