thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২০, ১৯ আষাঢ় ১৪২৭,  ১২ জিলকদ  ১৪৪১

যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে মারা যাচ্ছেন একজন

২০২০ মার্চ ২৭ ১০:১২:২১
যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে মারা যাচ্ছেন একজন

দ্য রিপোর্ট ডেস্ক: ভয়ঙ্কর হয়ে উঠেছে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দেশেটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১২৯ জন এবং মারা গেছেন আরো ১১৫ জন। অর্থাৎ সেখানে করোনাভাইরাসে প্রতি ১৩ মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন মানুষ।

ইউরোপের এই দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫৮য়ে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫৭৮ জন।

এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৬ মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি বজায় থাকতে পারে বলে সেখানকার এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

সম্প্রতি বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস।

তিনি বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যেই দেশটিতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

আর দেশজুড়ে বহাল থাকা লকডাউন সম্পর্কে তার মন্তব্য, ‘লকডাউন এত তাড়াতাড়ি তুলে নেয়া হউক তা আমরা চাইছি না। এতে হঠাৎ করেই সংক্রমণ বেড়ে যেতে পারে, যাতে আমাদের সব চেষ্টাই বৃথা হয়ে যাবে।’

তাই তিনি এই পরিস্থিতি সবমিলিয়ে কমপক্ষে ৬ মাস বজায় থাকতে পারে বলে জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৮৬৪ জনে এসে দাঁড়িয়েছে। মাত্র একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতে আক্রান্তের এই সংখ্যা ছিল ৪ লাখ ৬৬ হাজার ৭৫৯ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর