thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কোয়ারেন্টাইন ভেঙে তীব্র সমালোচনার মুখে নেইমার

২০২০ মার্চ ২৮ ১২:৫৮:২৭
কোয়ারেন্টাইন ভেঙে তীব্র সমালোচনার মুখে নেইমার

দ্য রিপোর্ট ডেস্ক: চীনের সীমানাে পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে কোয়ারেন্টিন ভেঙে বিপাকে নেইমার জুনিয়র।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই কিছুদিন আগে নিজ দেশ ব্রাজিলে ফিরেছেন নেইমার। দেশ ফিরে হোম কোয়ারেন্টিনে থাকার কথা ছিল তার। কিন্তু একটি ফুট ভলিবল কোর্টে নেইমার তার এবং তার বন্ধুদের একসাথে রোদ পোহানোর ছবি পোস্ট করেছেন। এতে করোনভাইরাস রোধে সামাজিক দূরত্বের দিকনির্দেশনা ভঙ্গের বিষয়টি সামনে এসেছে।
ইউরোপ থেকে ফেরার পর কোয়ারেন্টিন না মানায় নেইমারকে নিয়ে তীব্র সমালোচনা করছে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো।

উল্লেখ্য, ইউরোপীয় ফুটবল বন্ধ ঘোষণার পর পিএসজি ফরোয়ার্ড ক্লাবের অনুমতি নিয়েই দেশে ফিরেছেন। কিন্তু তার এখন ফ্রান্সে ফিরে যাওয়াই কঠিন মনে হচ্ছে। কারণ ব্রাজিলে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষের দেশে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ৪৭। পুরো ব্রাজিল এখন একপ্রকার বন্দী অবস্থায় আছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর