thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ফের শুরু আকিজের করোনা হাসপাতাল নির্মাণের কাজ

২০২০ মার্চ ২৯ ১৫:৫৬:০৩
ফের শুরু আকিজের করোনা হাসপাতাল নির্মাণের কাজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সাময়িক বাধার পর ফের শুরু হয়েছে ৩০১ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতাল নির্মাণ কাজ। হাসপাতালটি নির্মাণ করছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ। রোববার (২৯ মার্চ) আকিজ গ্রুপের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৮ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর আলোচনার ভিত্তিতে এ সমস্যার সমাধান করেছেন তারা। এখন পুনরায় হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়েছে।

রোববার দুপুরে এ বিষয়ে কথা হয় এই করোনা হাসপাতাল নির্মাণের অন্যতম উদ্যোক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা আশা করি, সরকার আমাদেরকে সিরিয়াসলি সাপোর্ট দেবে। আমাদের নেসেসারি (প্রয়োজনীয়) ক্লিয়ারেন্সগুলো তাড়াতাড়ি করে দেবে। আশা করি, সরকার আমাদের সব ধরনের সহযোগিতা করবে। ”

(দ্য রিপোর্ট/আরজেড/২৯মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর