thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭,  ৬ শাওয়াল ১৪৪১

‘রক অ্যান্ড রোল’ খ্যাত অ্যালান মেরিল মারা গেলেন করোনায়

২০২০ মার্চ ৩১ ১৯:৩০:৪৭
‘রক অ্যান্ড রোল’ খ্যাত অ্যালান মেরিল মারা গেলেন করোনায়

দ্য রিপোর্ট ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘আই লাভ রক অ্যান্ড রোল’ গানের লেখক ও গায়ক অ্যালান মেরিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। রবিবার সকালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন অ্যালানের মেয়ে লরা মেরিল।

অ্যালান মেরিল ছিলেন একাধারে গায়ক, গীতিকার, গিটারিস্ট, অভিনেতা ও মডেল। আবার তিনি ব্রিটিশ ব্যান্ডদল ‘দ্য অ্যারোস’-এর গীতিকার এবং ভোকালও ছিলেন।
অ্যালান মেরিলের মেয়ে লরা মেরিল জানান, তার বাবা একজন সুস্থ মানুষ ছিলেন। কয়েক সপ্তাহ আগেও কনসার্ট করেছিলেন। কয়েকদিন আগে সর্দি-কাশি হয়েছিল। তবে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তার বাবা।

তিনি আরও বলেন, পরবর্তীতে করোনার উপসর্গ থাকায় ১০ দিন আগে সেলফ কোয়ারেন্টিনে যান অ্যালেন। এরপর গত শনিবার ভোরে শ্বাস কষ্ট দেখা দিলে দ্রুত তাকে মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয় এবং সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। এর একদিন পর তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর