thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

২ বিষয়ে কঠোর হয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী

২০২০ এপ্রিল ০২ ০৯:৩০:১১
২ বিষয়ে কঠোর হয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসে দেশে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু ও ৫৪ জন আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিকে ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে মানুষদেরকে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে বারবার বলা হলেও তেমন কোন সুফল পাওয়া যায়নি। তাই এই দুই বিষয়ে সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠে নেমেছে সেনাবাহিনী।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে এই বার্তা দেওয়া হয়েছে।

জরুরি এই বার্তায় বলা হয়, সেনাবাহিনী (বৃহস্পতিবার) থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে।

এতে আরো বলা হয়, সরকার প্রদত্ত নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় যত প্রয়োজন, তত সেনাসদস্য দেয়া হবে। তবে অহেতুক আতঙ্ক সৃষ্টিরও প্রয়োজন নেই।

তিনি আরও বলেছিলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। প্রধানমন্ত্রী এ করোনাভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত। সবাইকে সহযোগিতা করব বলে আমরা প্রস্তুতি নিয়ে আছি।

(দ্য রিপোর্ট/আরজেড/০২এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর