thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লাখ, বিশ্বে ৯ লাখ

২০২০ এপ্রিল ০২ ১০:০৮:৪২
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লাখ, বিশ্বে ৯ লাখ

দ্য রিপোর্ট ডেস্ক: করোনার ভয়াল ছোবলে বিশ্বজুড়ে প্রাণহানির সাথে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। প্রাণঘাতী এ ভাইরাসে সবচে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে ২ লাখ ১১ হাজার ৪শ জনেরও বেশি আক্রান্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২২ হাজার ৮শ ৭৮ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্তের প্রায় ৪০ শতাংশ রোগীই নিউইয়র্ক অঙ্গরাজ্যের। বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭১২ জনে। এদিন সেখানে মারা গেছে আরও ৩১৯ জন। ফলে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জন।

নিউ জার্সিতে আক্রান্ত হয়েছে প্রায় ১৯ হাজার মানুষ, মারা গেছে ২৬৭ জন। মিশিগান অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এ অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ।

আক্রান্তের সংখ্যায় অনেক আগেই চীনকে ছাড়িয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার মৃত্যুসংখ্যাতেও বহুদূর এগিয়ে গেল তারা। বুধবার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৬৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭শ ১৮ জনে।

মহামারী আকার ধারণ করা এ ভাইরাসে বিশ্বে মোট ৯ লাখ ৩০ হাজার ৫শ জনেরও বেশি আক্রান্ত হয়েছে। বুধবার মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ১শ ৮৭ জন। এছাড়া চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৯৩ হাজার ৭৫০ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর