thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি

২০২০ এপ্রিল ০২ ১৫:৩৫:১৪
ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবার ৩২৭ জন জাপানি ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০০১ ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্যমতে, বোয়িং-৭৭৭ মডেলের ফ্লাইটটিতে ৩৩৬ জন জাপানি নাগরিক যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ৯ জন কেন যেতে পারেননি এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপান দূতাবাসের সরবরাহ করা তথ্য মতে, ঢাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে থাকা জাপানি নাগরিকদের বেশিরভাগই দেশটির অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্টোরেলসহ বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তা। করোনা পরিস্থিতি বিবেচনায় তারা প্রত্যেকেই ছুটি চেয়েছেন, যা জাপান সরকার অনুমোদন করেছে এবং তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে উড়োজাহাজ ভাড়া করেছে।

এর আগে সোমবার বিশেষ ফ্লাইটে কূটনীতিকসহ ২৬৯ মার্কিন নাগরিক দেশে ফিরে যান। ভুটান ও মালয়েশিয়াও ঢাকায় স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর