thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বেসরকারি চাকরিজীবীদের ৩ মাসের বেতন দিচ্ছে সৌদি

২০২০ এপ্রিল ০৪ ১৯:৩০:২৬
বেসরকারি চাকরিজীবীদের ৩ মাসের বেতন দিচ্ছে সৌদি

দ্য রিপোর্ট ডেস্ক: বেসরকারি খাতে কর্মরত সৌদি নাগরিকদের তিন মাসের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আর্থিক সহায়তা হিসেবে শুক্রবার এ অর্থ প্রদানের নির্দেশ দেন তিনি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, চলমান অবস্থায় কর্মচারীদের ছাঁটাইয়ের পরিবর্তে নিয়োগ প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতনের অর্থ দেওয়ার আবেদন করতে পারবে। যাদের মাসিক বেতন সর্বোচ্চ ৯ হাজার রিয়াল কেবল তারাই এই সুবিধা পাবেন।

জেনারেল অর্গানাইজেশন ফর স্যোশাল ইন্স্যুরেন্সের মাধ্যমে এই আবেদন করতে হবে।

রাজকীয় আদেশের ব্যাপারে অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, করোনাভাইরাসের কারণে বেসরকারি খাতে কর্মরতদের সামাজিক ও অর্থনৈতিক দুরাবস্থা লাঘবে বাদশাহ সালমানের অব্যাহত প্রচেষ্টা ও নজরদারির বহিঃপ্রকাশ এই আদেশ। তিনি নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

আল জাদান জানান, শ্রমবাজারে যে অর্থনৈতিক প্রভাব পড়বে তা কমিয়ে আনাই রাজকীয় আদেশের উদ্দেশ্য।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর