thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

৫০ হাজার কোটি টাকা ঋণ সুবিধা প্যাকেজ

২০২০ এপ্রিল ০৫ ১০:৩৮:৩৬
৫০ হাজার কোটি টাকা ঋণ সুবিধা প্যাকেজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী আজ সংবাদ সম্মেলনে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য বড় শিল্প এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য আলাদা আলাদাভাবে সর্বেমোট ৫০ হাজার কোটি টাকার ঋণ সহায়তা প্যাকেজ কর্মসূচী ঘোষণা করেছেন।

বৃহৎ শিল্প প্রাতিষ্ঠানগুলোর জন্য ৩০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রদান করা হবে ৯ শতাংশ সুদে। যার ৪.২ শতাংশ পরিশোধ করবে ওই ব্যাবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠানগুলো। বাকি ৪. ৫ শতাংশ শোধ করবে মালিকপক্ষ। বাকিটা সরকার ভুর্তুকি হিসেবে প্রদান করবেন।

কুটির শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই ঋণ সুবিধা ঘোষণা করা হবে। এই ঋণ সুবিধা্র মধ্যে ৪ শতাংশ শোধ করবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মালিকরা। আর ৫ শতাংশ সরকার ভুর্তুকি হিসেবে প্রধান করবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর