thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

‘এপ্রিল জুড়েই করোনার প্রভাব থাকবে’

২০২০ এপ্রিল ০৭ ১০:৩৬:০২
‘এপ্রিল জুড়েই করোনার প্রভাব থাকবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক: এপ্রিল জুড়েই করোনার প্রভাব থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, যে তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে, বাংলাদেশ করোনার আঘাত এপ্রিল মাস জুড়ে থাকবে। এটার একটা অর্থনৈতিক প্রভাব পড়বে।

শুধু বাংলাদেশ না বিশ্বজুড়েই এই করোনার প্রভাব আছে। বিশ্বে বিভিন্ন সময় এ ধরনের মহামারী আসে। এর অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন যে, যারা গরীব বয়স্ক মানুষ তাদের ঘরে যেন খাদ্য পৌঁছে যায়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন। সকাল ১০টার পর প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দিয়েছেন চট্টগাম ও সিলেট বিভাগের ১৫ জেলার কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর