thereport24.com
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭,  ৯ সফর 1442

আলাদা থাকছেন ফেরদৌস ও তার স্ত্রী

২০২০ এপ্রিল ০৭ ১৬:৫০:৫৯
আলাদা থাকছেন ফেরদৌস ও তার স্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: চিত্রনায়ক ফেরদৌস সারা বছর অভিনয় আর বিভিন্ন শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। অন্যদিকে ক্যাপ্টেন তানিয়া রেজা বিমানে চেপে দেশ-বিদেশ ঘুরে বেড়ান। এরই মধ্যে এই দম্পতির দেখা হতো, সন্তানদের সঙ্গে সময় দিতেন তারা। এ দম্পতির দুটি মন এক হলেও করোনার কারণে দুজনের নিশি কাটে আলাদা।

গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফিরেন তানিয়া। এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। অন্যদিকে সন্তানদের নিয়ে বনানীর বাসায় অবস্থান করছেন ফেরদৌস। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান এই চিত্রনায়ক।

ফেরদৌস বলেন, ‘আমার স্ত্রী পেশায় পাইলট হওয়ায় ওকে দেশের বাইরে যেতে হয়। গত সপ্তাহে লন্ডন খেকে ফিরে কোয়ারেন্টাইনে আছে। এদিকে বাচ্চাদের নিয়ে আমি বাসায় আছি। ভিডিও কলে বাচ্চাদের সঙ্গে কথ বলে। কঠিন এই বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে। আমরা দুজন আলাদা থাকছি, এটা শুধু কি আমাদের জন্য? আমি মনে করি, এটা সবার জন্য আমাদের ত্যাগ। কারণ করোনা একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায়। একজন থেকে পুরো এলাকায় ছড়াতে পারে। সবার এখন ঘরে থেকে সচেতন হওয়া উচিত।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর