thereport24.com
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০, ৪ আশ্বিন ১৪২৭,  ২ সফর 1442

সাহায্যের হাত বাড়ালেন হৃতিক

২০২০ এপ্রিল ০৮ ০৯:১৩:০৩
সাহায্যের হাত বাড়ালেন হৃতিক

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এরকম মানুষের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা হৃতিক রোশান।

অক্ষয়া পুত্রা নামের একটি দাতব্য সংস্থার সঙ্গে মিলে বৃদ্ধ, দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করা, নিম্ন আয়ের মানুষের মাঝে ১.২ লাখ প্যাকেট খাবার সরবরাহের ব্যবস্থা করলেন এই অভিনেতা।

দাতব্য সংস্থাটির পক্ষ থেকে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের সংস্থাকে আরো শক্তিশালী করতে যোগ দিয়েছেন সুপারস্টার হৃতিক রোশান। তার সঙ্গে মিলে আমরা যতদিন ভারতে স্বাভাবিক অবস্থা না ফিরছে ততদিন ১.২ লাখ প্যাকেট পুষ্টিকর, রান্না করা খাবার বৃদ্ধাশ্রম, দিন মজুর, ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করব। আমরা হৃতিককে সম্মান জানায় কারণ ভারতের মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য তিনি তাৎক্ষণিক সাড়া দিয়েছেন। এই অবদানে জন্য আমরা কৃতজ্ঞ।’

এক টুইটে হৃতিক লিখেছেন, ‘আমি আশা করব আপনারা সেই শক্তি পান, যেন কোনো মানুষকে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে না হয়। আপনারাই পৃথিবীর সুপারহিরো।’

অপর এক টুইটে এই অভিনেতা লেখেন, ‘চলুন নিজেদের মতো করে যা পারি করি। কোনো অবদানই ছোট কিংবা বড় নয়। সকলের জন্য শুভকামনা।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৮এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর