thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

নতুন আক্রান্ত ৩৯ জনই ঢাকার

২০২০ এপ্রিল ০৮ ১৬:১২:১৪
নতুন আক্রান্ত ৩৯ জনই ঢাকার

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩৯ জনই ঢাকার। মোট আক্রান্তদের মধ্যে ২০ জনই বয়সে কিশোর ও তরুণ।

বুধবার বেলা ২টার পরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে দেশে গত ৫৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২১৮ জন।

আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত ৫৪ জনের ৩৩ জন পুরুষ আর ২১ জন নারী।

তিনি বলেন, নতুন আক্রান্তদের ৩৯ জন ঢাকার। একজন নারায়ণগঞ্জের বাসিন্দা। বাকিরা অন্য জেলার। এছাড়া বয়সভেদে আক্রান্তদের ২০ জন কিশোর এবং তরুণ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, করোনা আক্রান্ত বা আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে ১১১ জন আইসোলেশনে আছেন।

গত ২৪ ঘণ্টায় ৪২ জনকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৭৮ জনকে আইসোলেশন থেকে ছাড়াপত্র দেওয়া হয়। এছাড়া বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৯ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর