thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ছুটি বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের

২০২০ এপ্রিল ১০ ১৯:৪৩:৫০
ছুটি বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এজন্য ওই তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন জানান, সরকার ঘোষিত ছুটির সময় দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে।

এদিকে, ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২৫ এপ্রিল পবিত্র রমজান শুরু হবে। সেই হিসেবে রমজান মাস পুরোটাই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকে। ফলে রমজানের ছুটি বাতিল না করা হলে ঈদের ছুটির পর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান।

(দ্য রিপোর্ট/আরজেড/১০এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর