thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রাজধানীতে সিএনজিতে আগুন, ককটেল বিস্ফোরণ

২০১৩ নভেম্বর ১০ ১৬:৩৫:৫৫
রাজধানীতে সিএনজিতে আগুন, ককটেল বিস্ফোরণ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টার হরতালের প্রথমদিন রবিবার দুপুরে দৈনিক বাংলার মোড়ে হরতাল সর্মথকরা একটি সিএনজি অটোরিক্সাতে আগুন দেয়। এ সময় পালিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।

মতিঝিল জোনের ডিসি আশরাফুল জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, হরতাল সর্মথকরা একটি সিএনজি অটোরিক্সাতে আগুন দিয়ে পালানোর সময় দুজনকে আটক করে পুলিশ।

অপরদিকে মৌচাকে দেশ টিভির সামনে দুপুর দুইটায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

রমনা জোনের এডিসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই সময়ে পৃথক একটি ঘটনায় নীলক্ষেত-নিউমার্কেট থানার সামনে আরো দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র ক্রয় করাকে কেন্দ্র করে, আওয়ামী লীগের দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-৪ আসনের মনোনয়নপ্রার্থী ড. আওলাদ হোসেন এবং সাইদুর রহমানের সর্মথকদের মধ্যে মনোনয়নপত্র নিয়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যায়ে ঘটনাস্থলেই দুটি ককটেলের বিস্ফোরণ হয়। কে বা কারা এই ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখোনোও জানা যায় নি।

ঘটনাস্থল থেকে দুটি ককটেল অক্ষত অবস্থায় পাওয়া যায়।

(দিরিপোর্ট২৪/রিজভী/দিপু/মৌমিতা/এফএস/এমডি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর