thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ভারতীয় ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া

২০২০ এপ্রিল ৩০ ১৬:৫৬:৩৭
ভারতীয় ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া

দ্য রিপোর্ট ডেস্ক: গত বুধবার সকালে ইরফান খানের মৃত্যুর পর, আজ (বৃহস্পতিবার) সকালে চলে গেছেন আরেক বলিউড অভিনেতা ঋষি কাপুর। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ হার মেনে নিয়েছেন এ কিংবদন্তিতুল্য অভিনেতা। ঋষি কাপুরের মৃত্যুতে শোকাহত ভারতের ক্রিকেটাঙ্গনও। ছোট থেকেই যারা দেখে আসছেন তার অভিনয়, মনোমুগ্ধকর সব সিনেমা- সেসব ক্রিকেটার, ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের মন ভারী হয়ে গেছে মৃত্যুর খবরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন ভারতের ক্রিকেটাররা।

টানা দুদিনে এভাবে দুজন মহাতারকার বিদায় বিশ্বাসই হচ্ছে না বিরাট কোহলির। টুইটারে লিখেছেন, ‌‘ব্যাপারটা অবাস্তব, অবিশ্বাস্য। গতকাল ইরফান খান আর আজ ঋষি কাপুর। এটা মেনে নেওয়া কঠিন যে এমন এক কিংবদন্তি আজ চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা, তাঁর আত্মা শান্তি পাক।’

ঋষি কাপুরের মৃত্যুতে বীরেন্দর শেবাগ শোক জানিয়েছেন এভাবে, ‌‘ঋষি কাপুরজির মৃত্যুর খবরে ভয়ংকর মন খারাপ হলো। তাঁর পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি। শান্তিতে থাকুন।’ সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণও জানিয়েছেন শোক, ‘ঋষি কাপুরজির মৃত্যুর খবরে শোকাহাত। পরিবার ও কাছের মানুষদের জন্য আমার সমবেদনা।’

নিজের ছোটবেলার আদর্শের চিরবিদায়ে টুইটারে হাজির হতে হলো সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলেকেও, ‌‘আমার ছোটবেলার নায়ক ঋষি কাপুর চলে গেলেন। তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।’

ভারত দলের বর্তমান কোচ রবি শাস্ত্রীও শোক জানিয়েছেন টুইটারে, ‘ধাক্কা খেয়েছি বললেও কম হবে। ঋষি কাপুর মানে একটা মুহূর্তও পানসে থাকত না। প্রতি মিনিটেই হাসি। নীতু জি (ঋষী কাপুরের স্ত্রী), রনবীর ও ঋদ্ধিমার জন্য প্রার্থনা। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন।’

(দ্য রিপোর্ট/আরজেড/৩০এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর