thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭,  ২০ জিলকদ  ১৪৪১

সাংবাদিক খোকনের স্ত্রী-পুত্রের করোনা পজেটিভ

২০২০ মে ০২ ০৯:৫১:২৪
সাংবাদিক খোকনের স্ত্রী-পুত্রের করোনা পজেটিভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সাংবাদিক হুমায়ূন কবীর খোকনের স্ত্রী ও তার পুত্র আবীরের দ্বিতীয়বার টেস্টে করোনা পজেটিভ এসেছে। যদিও প্রথমে নেগেটিভ বলা হয়েছিল।

তাদেরকে রিজেন্ট হাসপাতালে নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রয়াত খোকনের পরিবারের সদস্যরা।

গত ২৮ এপ্রিল রাতে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন ঢাকার রিজেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছু দিন ধরেই দাঁতের ব্যথায় ভুগছিলেন, সঙ্গে ছিল জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। অবস্থা খারাপ হলে তাকে রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২মে,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর