thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

অল্পের জন্য রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী

২০২০ মে ২০ ১৫:৪৮:৩৬
অল্পের জন্য রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী

নরসিংদী প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মন্ত্রীও সম্পূর্ণ সুস্থ আছেন। তবে মন্ত্রীকে বহন করা পাজেরো গাড়ির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২০ মে) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপপরির্দশক শাহীন মিয়া।

পরিকল্পনামন্ত্রীর গাড়ির চালক মো. নেসার জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ত্রাণ বিতরণের উদ্দেশ্যে সকালে ঢাকা থেকে গাড়িতে করে (ঢাকা মেট্রো-১৮-৫৭৯৪) সিলেটের সুনামগঞ্জ যাচ্ছিলেন।

তাকে বহনকারী গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রী মহোদয়ের গাড়িকে সামনে থেকে ধাক্কা দেয়। মুখোমুখি এ সংঘর্ষে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ আহত হয়নি।

পরে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অন্য আরেকটি গাড়িতে করে সুনামগঞ্জ রওনা দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

রায়পুরা থানার উপপরির্দশক (এস আই) শাহীন মিয়া জানান, এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. আমজাত হোসেনকে আটক করা হয়েছে। প্রাইভেটকারটিকেও জব্দ করে ভৈরব হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর