thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

করোনায় ডিএমপির এক পরিদর্শকের মৃত্যু

২০২০ মে ২৪ ১৫:৩৫:০৪
করোনায় ডিএমপির এক পরিদর্শকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি পুলিশের পরিদর্শক। নাম রাজু আহম্মেদ। তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন। এই নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে।

রবিবার সকালে সাড়ে দশটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা।

তিনি জানান, ২ মে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ৪ মে রাজুকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। এতদিন তিনি আইসিইউতে ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়।

রাজু করোনাভাইরাসে মৃত প্রথম পুলিশ পরিদর্শক। তিনি চাঁদপুরের বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

এদিকে পুলিশের উদ্যেগে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

পরিদর্শক রাজু আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পুলিশের প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর