thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৭,  ২৩ জিলকদ  ১৪৪১

স্ত্রীসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনা আক্রান্ত

২০২০ জুন ০২ ১০:৫৬:১৭
স্ত্রীসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোহাম্মদ নাসিমের স্ত্রী এর আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১ জুন) বিকেল নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

জয় বলেন, চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে শারীরিক দুর্বলতা থাকায় আমরা আজকে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করিয়েছি। নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

জয় বলেন, আমরা একটু আগে ফল জানতে পেরেছি। আব্বার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

(দ্য রিপোর্ট/আরজেড/০২জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর