thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

করোনায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তার মৃত্যু

২০২০ জুন ০২ ১১:০২:০২
করোনায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তার মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাণঘাতী ভাইরাস করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মো. বাশার। তিনি বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।

সোমবার রাতে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান তিনি। মো. বাশার ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখায় কর্মরত ছিলেন।

বাশারকে নিয়ে দেশে প্রাণসংহারি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আটজন ব্যাংকারের মৃত্যু হলো।

ন্যাশনাল ব্যাংকের ডিএমডি এএসএম বুলবুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আমাদের ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. বাসার সোমবার রাতে মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ মঙ্গলবার থেকে দিলকুশা শাখাটি আংশিকভাবে লকডাউন ঘোষণা করা হবে। পরিস্থিতি বিবেচনায় শাখাটি পুরোপুরি লকডাউন করাও হতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর