thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ হচ্ছে দেশ

২০২০ জুন ০২ ১১:১৩:১৭
রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ হচ্ছে দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাত্রা অনুযায়ী তিন জোনে ভাগ হবে পুরো দেশ। আক্রান্তের ওপর ভিত্তি করে দেশকে রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ করা হবে।

সোমবার (০১ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখনও জোন করা হয়নি, তবে করা হবে। যখন জোন করবো আপনারা জানতে পারবেন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম এখন সবচেয়ে বেশি করোনা সংক্রমণ। যদি কোনো জোন রেড হয়ে থাকে, তবে এই জেলাগুলো রেড হবে। দেশের অনেক উপজেলা এখনও অনেকাংশ ভালো আছে। আমরা সেটি ভালো রাখতে চাই। ভালো রাখতেই আজকের এই সভা।’

তিনি বলেন, ‘দুদিন আগে আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। এ বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে। তিনি পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ অনুযায়ী আজকে আমরা বসলাম। আমরা একটি প্ল্যান তৈরি করে দেবো। প্ল্যানটা এখানে নীতিগতভাবে আলোচনা হয়েছে। আরও সুন্দরভাবে করে দেবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘করোনা পরীক্ষার হার বাড়ছে, সঙ্গে সঙ্গে সংক্রমণের সংখ্যাও বাড়ছে। সেজন্য আমরা কয়েকটি জোন (রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন) মার্কিং করেছি। এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে, এই রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায়। সেটি নিয়েই আজকে আলোচনা হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/০২জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর