thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭,  ২৪ জিলকদ  ১৪৪১

করোনায় আক্রান্ত সিসিক মেয়র আরিফের স্ত্রী

২০২০ জুন ০৩ ০৯:৪৮:৫৮
করোনায় আক্রান্ত সিসিক মেয়র আরিফের স্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে আরও ২৮ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে শ্যামা হক চৌধুরী ও জকিগঞ্জের একজন ইউপি চেয়ারম্যানও রয়েছেন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ২৬ করোনা আক্রান্তের মধ্যে মেয়রপত্নী ছাড়াও জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজও রয়েছেন।

করোনা আক্রান্ত বাকিরা হলেন-মধ্যে দক্ষিণ সুরমায় একজন, ওসমানীনগর দুইজন, সদর উপজেলায় ৮ জন, জকিগঞ্জে ৫ জন,ফেঞ্চুগঞ্জে তিনজন, জৈন্তাপুর ৫ জন এবং বালাগঞ্জের দুইজন।

জানা যায়, গত ২৩ মে মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনায় আক্রান্ত হন। এরপর থেকে মেয়র নিজ বাড়িতে সপরিবারে কোয়ারেন্টিনে ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর