thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৭,  ১৯ জিলকদ  ১৪৪১

জামালপুর-২ আসনের সাংসদ করোনায় আক্রান্ত

২০২০ জুন ০৪ ০৯:৪৯:৫২
জামালপুর-২ আসনের সাংসদ করোনায় আক্রান্ত

জামালপুর প্রতিনিধি: জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই দিন জেলায় আরও ৫৩ জন করোনা সংক্রমিত রোগী পাওয়া গেছে।

বুধবার দুদফায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের কোভিড-১৯ পজিটিভ রির্পোট আসে।

ফরিদুল হক খান দুলালের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহান।

তিনি আরও জানান, বুধবার রাতে পাওয়া তথ্যে ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ৩ জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

এছাড়া বকশীগঞ্জে ১৮ জন, সদরে ৮ জন, দেওয়ানগঞ্জে ৩ জন, মাদারগঞ্জে ২ জন, মেলান্দহে ১ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় শনাক্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জনে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন এবং সুস্থ্য হয়েছেন ১৩২ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর