thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

লিবিয়ায় হাসপাতালে মিললো শতাধিক মৃতদেহ

২০২০ জুন ০৬ ০৯:১৬:৪০
লিবিয়ায় হাসপাতালে মিললো শতাধিক মৃতদেহ

দ্য রিপোর্ট ডেস্ক: নারী ও শিশুসহ মোট ১০৬টি মৃতদেহ পাওয়া গেছে লিবিয়ার এক হাসপাতালে। দেশটির তারহুনা শহরে অবস্থিত ওই হাসপাতাল থেকে মৃতদেহগুলো শুক্রবার (৫ জুন) উদ্ধার করা হয়।

লিবিয়া সরকারের বুরকান-আল-ঘাদাব অপারেশন বিভাগ এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানায়। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতদের নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন-আল-হাসেমি বলেন, বেশিরভাগ মৃতদেহ গুলোতে আঘাতের চিহ্ন দেখা গেছে।

কিছু মৃতদেহ শনাক্ত করা সম্ভব করা সম্ভব নাও হতে পারে বলে জানান আমিন-আল-হাসেমি। এদিকে কর্তৃপক্ষ এ ঘটনায় তথ্য ও ঘাতকদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

খলিফা হাফতারের শক্তঘাটি হিসেবে চিহ্নিত তারহুনা শহরটি কৌশলগত কারণে গুরুত্বপুর্ন যেটি লিবিয়ার সেনাবাহিনী শুক্রবার দখলমুক্ত করে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার সরকার ২০১৯ সালের এপ্রিল থেকে হাফতার বাহিনীর হামলার শিকার হয়ে এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর