thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

চলতি মাসে দেশে বন্যার আশঙ্কা

২০২০ জুন ০৬ ১৪:৫০:৩৬
চলতি মাসে দেশে বন্যার আশঙ্কা

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি (জুন) মাসেই ভারী বৃষ্টিপাতের কারণে দেশের কিছু অঞ্চলে বন্যার আশঙ্কাও রয়েছে। আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাসে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, জুন মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জুন মাসে বঙ্গোপসাগরে ১-২টি মৌসুমি নিম্নচাপ তৈরি হতে পারে।

এ মাসে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জুন মাসে ঢাকা বিভাগে ১৫-২০ দিন বৃষ্টিপাত হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে এ মাসে।

এছাড়া মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৭.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে ঢাকা ও সিলেট বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর