thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর

২০২০ জুন ০৭ ০৯:৩৪:৫৮
করোনায় আক্রান্ত চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাণসংহারি ভাইরাস করোনা এবার হানা দিয়েছে দেশের মন্ত্রিসভায়। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। দেশে করোনা শনাক্তের পর এই প্রথম মন্ত্রিসভার কোনো সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো।

শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে বান্দরবানে তার বাসভবনে আছেন। রবিবার হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার কথা রয়েছে।মন্ত্রী ছাড়াও বান্দরবান জেলায় নতুন করে আরও নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়।

টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর। ১৯৯১ সালে বান্দরবান (৩০০ নম্বর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর