thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ঢাকার যে এলাকাগুলো রেড জোন

২০২০ জুন ০৭ ১৬:১৫:২৩
ঢাকার যে এলাকাগুলো রেড জোন

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানী ঢাকার কয়েকটি এলাকা রেড জোন ঘোষণা করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ বিষয়টি জানা গেছে।

সূত্রগুলো বলছে, যেসব এলাকায় গত ১৪ দিনে এক লাখে ৩০ জনের বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হবে। এই এলাকাগুলোকে সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হবে। এই এলাকাগুলো থেকে কেউ বের হতে পারবেন না। কেউ ঢুকতেও পারবেন না।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যে এলাকাগুলোকে রেড জোন হিসেবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে- পল্টন, কলাবাগান, গেন্ডারিয়া, সূত্রাপুর, শাজাহানপুর, হাজারিবাগ, রমনা, মতিঝিল, তেজগাঁও ও কুড়িল।

উল্লেখ্য যে, এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জোন ম্যাপিং করে যে এলাকাগুলোতে সংক্রমণ বেশি সেই এলাকাগুলো লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছিল। যে কোনো সময় এই প্রজ্ঞাপন জারি হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর