thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

সোনার ভরি এখন ৭০ হাজার

২০২০ জুন ২৩ ০৯:৩২:৪৭
সোনার ভরি এখন ৭০ হাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনার প্রার্দুভাবে দেশীয় বাজারে কমে গেছে সোনার চাহিদা। এর মধ্যেও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। প্রতি ভরি সোনা ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা। যা মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বর্ণের মূল্য সর্বোচ্চ অবস্থানে রয়েছে ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস কার্যনির্বাহী কমিটি আজ সন্ধ্যায় টেলি-কনফারেন্সে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২৩ জুন থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো প্রসঙ্গে জানতে চাইলে বাজুসের সাধারণ দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনার কারণে বিশ্ববাজারের স্বর্ণের বিনিয়োগ বেড়েছে। যার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায় উঠেছে। তাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। তবে তিনি আশংকা প্রকাশ করে বলেন, করোনাভাইরাসের কারণে দেশের বাজারে স্বর্ণের বিক্রি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। এর মধ্যে স্বর্ণের দাম বাড়ায় বিক্রিতে বড় প্রভাব পড়বে। আগামীতে স্বর্ণ বিক্রি শূন্যের কোঠায়ও নেমে আসতে পারে।

আগামীকাল থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা। যা আজ সোমবার পর্যন্ত বিক্রি হয়েছে ৬৪ হাজার ১৫২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ পর্যন্ত বিক্রি হয়েছে ৬১ হাজার ৮১৯ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৭ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে যা এতোদিন বিক্রি হয়েছে ৫৬ হাজার ৮০৪ টাকায়।

এদিকে সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম তিন হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ৪৭ হাজার ৬৪৭ টাকা করা হয়েছে। যা এতাদিন ছিল স্বর্ণের দাম ৪৪ হাজার ৩২ টাকা। বিজ্ঞপ্তিতে স্বর্ণেও দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বে নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। এর আগে সবশেষ ২৮ মে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুন, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর