thereport24.com
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৭,  ১৩ জিলহজ ১৪৪১

এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক

২০২০ জুলাই ০৫ ১৯:২৯:৩৯
এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের চলচ্চিত্রের সবচেয়ে সফল ও জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, তার বোনের ক্লিনিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

এন্ড্রু কিশোরের অবস্থার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরেক খ্যাতিমান সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকেই সঠিক তথ্য না জেনে এই গুজব ছড়িয়েছে। তবে এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর অনুরোধ করেছেন কুমার বিশ্বজিৎ।

প্রসঙ্গত, এন্ড্রু কিশোরের শরীরে ২০১৯ সালে ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানো হয়। গত ১১ জুন তিনি দেশে ফিরেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর