thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৭,  ১৭ জিলহজ ১৪৪১

তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব

২০২০ জুলাই ০৬ ১৪:৫০:৪২
তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রবাসীদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। এজন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। সোমবার (৬ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। এজন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। যারা সেখানে আছেন, এছাড়া যারা দেশটির বাইরে রয়েছেন তাদের সবারই ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে সৌদি আরব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যখন এসব দেশের মন্ত্রীদের আলাপ হয়েছিল তখন তারা অঙ্গীকার করেছিলেন, করোনাভাইরাসের কারণে ভিসার বা ইকামার কোনো সমস্যা হবে না। এখন সৌদি সরকার নতুন করে ঘোষণা দিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর