thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

নেপালে ভূমিধস ও বন্যায় ২২ জনের মৃত্যু

২০২০ জুলাই ১১ ১৪:৪৪:৫১
নেপালে ভূমিধস ও বন্যায় ২২ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: ভারী বর্ষণে নেপালের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনায় শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

এর মধ্যে মধ্য নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে ৩ শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার তুমুল বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ভূমিধসে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আগের দিন বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের। এই ৩ জনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়।

এছাড়া জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২ জন।

এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও ৩ দিন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর