thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভুয়া টেস্টের হোতা সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

২০২০ জুলাই ১২ ১৫:১০:১১
ভুয়া টেস্টের হোতা সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভুয়া করোনা টেস্টের হোতা জেকেজি`র চেয়ারপারসন ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, তেজগাঁও ডিসি কার্যালয়ে আছেন সাবরিনা। সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত যে, দেশে করোনা মহামারির প্রকোপ শুরুর পর প্রায় ৩ মাস ধরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে প্রতারণা করে আসছিল জেকেজি। সে কার্যক্রমে সরাসরি অংশ নিতে দেখা গেছে সাবরিনাকে। বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন।

তবে এখন তিনি পদ-পদবির কথা অস্বীকার করছেন। পুলিশ বলছে, জেকেজির প্রতারণা থেকে সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই। কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর