thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ব্রাজিলে আক্রান্ত ১৮ লাখ পার

২০২০ জুলাই ১২ ১৯:৪১:১৩
ব্রাজিলে আক্রান্ত ১৮ লাখ পার

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৭১ হাজারেরও বেশি। দেশটিতে করোনার ভয়াবহ তাণ্ডব খুব শিগগিরই শেষ হবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৭১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৬৯। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, ব্রাজিলে শেষ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪৭৪ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জনে।

লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ১৩ হাজার ৫১২ জন। এখনও চিকিৎসাধীন ৫ লাখ ৫৫ হাজার ৮০৮ জন। এদের মধ্যে অন্তত আট হাজার রোগীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোও। গত মঙ্গলবার করোনা পজিটিভ শনাক্ত হন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, প্রবল জ্বরে ভুগছেন ৬৫ বছর বয়সী এ নেতা। তবে, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বোলসোনারো বলেছেন, তিনি এরইমধ্যে বেশ ভালো অনুভব করছেন এবং হাইড্রোক্সিক্লোরোকুইনের তৃতীয় ডোজ নিয়েছেন।

মহামারি মোকাবিলায় ব্যর্থতার জন্য বোলসোনারো সরকারের সমালোচনা হচ্ছে সারাবিশ্বেই। বরাবরই জনগণের স্বাস্থ্য সুরক্ষার চেয়ে দেশের অর্থনীতির গতি ধরে রাখাই বেশি গুরুত্ব পেয়েছে তার কাছে। লকডাউন দিয়ে করোনার বিস্তার রোধের পক্ষে মত দেয়ায় দুইজন স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তও করেছেন তিনি। ফলে, প্রায় দুই মাস কোনও স্থায়ী স্বাস্থ্যমন্ত্রী ছাড়াই করোনার বিরুদ্ধে লড়তে হচ্ছে ব্রাজিলের সাধারণ মানুষদের।

সূত্র: রয়টার্স, ওয়ার্ল্ডোমিটারস।

(দ্য রিপোর্ট/আরজেড/১২জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর