thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ফাহিমের জানাজায় সাংবাদিক নিষিদ্ধ!

২০২০ জুলাই ১৯ ১৪:১৯:৫৯
ফাহিমের জানাজায় সাংবাদিক নিষিদ্ধ!

দ্য রিপোর্ট ডেস্ক: রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহের জানাজা আজ। করোনাভাইরাসের কারণে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। এমনকি সাংবাদিকদেরও সেখানে উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

আজ রবিবার নিউ ইয়র্ক সময় দুপুর ১২টায় জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিউ ইয়র্ক শহরের পোকেস্পী রুরাল সেমিট্রিতে জানাজা শেষে তাকে সেখানেই সমাহিত করা হবে।

ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বন ও তার স্বামী মধ্যপ্রাচ্য থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন।

এদিকে ফাহিম সালেহর জানাজা ও সমাহিত করার আয়োজনে সাংবাদিকদের উপস্থিতির অনুমোদন নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহত ফাহিমের পরিবারকে মিডিয়ার সঙ্গে কথা না বলারও উপদেশ দেয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের দেয়া উপদেশ পালন করছেন ফাহিমের পরিবার।

হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ফাহিমের সাবেক সহকারি টাইরেস ডেভো হাসপিলের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রি হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার অভিযুক্ত হাসপিলকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেয়া হলে তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।

বিচারক জোনাথন সভেটকি জামিনের সুবিধা ছাড়াই হাসপিলকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে আগামী ১৭ আগস্ট আবারো তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর