thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

চামড়া পাচার রোধে বসানো হচ্ছে চেকপোস্ট

২০২০ জুলাই ২৭ ২০:৩১:২৭
চামড়া পাচার রোধে বসানো হচ্ছে চেকপোস্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রতিবছরই কোরবানির পশুর চামড়া বেচাকেনা নিয়ে সমস‌্যা দেখা দেয়। পাচার হয়ে যায় অনেক চামড়া। এবার চামড়া পাচার রোধে ঢাকার বহির্গমন পথগুলোতে চেকপোস্ট বসানো হবে। থাকবে গোয়েন্দা নজরদারি। সোমবার (২৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চামড়া ব্যবসায়ীদের নগদ অর্থ নিয়ে নিরাপদ স্থানে রাত যাপনের পরামর্শ দেয়া হচ্ছে। যেকোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। অর্থ বহনকালে নিরাপত্তা দেয়া হবে। কাঁচা চামড়া পাচার রোধে ঢাকার বহির্গমন পথগুলোতে থাকবে চেকপোস্ট এবং নৌপথে টহলের ব্যবস্থা করা হবে। হাজারীবাগ এলাকা ও আমিনবাজার টার্মিনালের পাশে রাস্তার ওপর রাত ১১টার পর কাঁচা চামড়া রাখা যাবে না।

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে হবে। ঢাকার বাইরে থেকে শুধু কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকায় ঢুকতে পারবে। কাঁচা চামড়াবাহী যানবাহন ঢাকা থেকে বাইরে যেতে পারবে না। চামড়া কেনাবেচার ক্ষেত্রে কেউ যাতে সিন্ডিকেট করতে না পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭জুলাই, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর