thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭,  ২৩ জিলহজ ১৪৪১

ঈদের জামাতে অংশ নিলেন করোনাজয়ী মাশরাফি

২০২০ আগস্ট ০১ ১৭:১৩:৪১
ঈদের জামাতে অংশ নিলেন করোনাজয়ী মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এরপর ঢাকায় নিজ বাসাতেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। করোনা জয় করেই নিজ আসন নড়াইলে ছুটে গেছেন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে। সেখানেই উদযাপন করছেন এবারের ঈদ।

ঈদের দিন সকালে মামা ও ভাইকে সাথে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন ম্যাশ। করোনা ভাইরাসের কারণে ঈদের নামাজ ঈদগাহে অনুষ্ঠিত না হওয়ায় নড়াইলে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতেই অংশ নেন মাশরাফি। সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত।

উল্লেখ্য, করোনায় শুধু মাশরাফি নন, তাঁর সহধর্মীণী এবং ভাই-ও আক্রান্ত হয়েছিলেন। তবে মৃদু উপসর্গ থাকায় কাউকেই হাসপাতালে যেতে হয়নি। বাসায় বসে চিকিৎসকের পরামর্শ-নির্দেশনায় সুস্থ হয়ে ওঠেন তাঁরা। করোনা জয় করে মাশরাফি ভক্ত-শুভাকাংখীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/০১আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর