thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

২০২০ আগস্ট ০৩ ১৯:৫১:০০
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

যশোর প্রতিনিধি: ঈদুল আযহার বন্ধ কাটিয়ে ৩ দিন পর আজ সোমবার সকাল থেকে চালু হয়েছে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম।

আমদানি-রপ্তানি বাণিজ্য শুরুর পাশাপাশি বন্দরে শুরু হয়েছে মালামাল লোড আনলোড কার্যক্রম। এতে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।

দেশের বিভিন্ন শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের ৮০ শতাংশ কাঁচামাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। এখান থেকে সরকারের একদিনে ২০ কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, 'সরকারি ছুটি শেষে সোমবার থেকে পুরোদমে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম ও মালামাল খালাস প্রক্রিয়া।'দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর