thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

লেবাননে সাহায্যসহ মেডিকেল টিম পাঠাবে বাংলাদেশ

২০২০ আগস্ট ০৬ ১২:৫০:০৩
লেবাননে সাহায্যসহ মেডিকেল টিম পাঠাবে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: লেবাননে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামসহ মেডিকেল টিম পাঠাবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, লেবাননের বৈরুতে লাখ লাখ মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়েছে। সেখানে দেড় লাখ বাংলাদেশীও রয়েছে। ১০০ জনের মতো বাংলাদেশি হতাহত হয়েছেন। এর মধ্যে আমরা চারজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এমন পরিস্থিতিতে আমরা সেখানে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামসহ মেডিকেল টিম পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত যে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চার বাংলাদেশি নিহত এবং ৯৯ জন আহত হওয়ার কথা জানা গেছে। নিহত চারজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি (২৫) ও মো. রাসেল (২২), মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল। ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটানয় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ হাজার মানুষ। লেবাননের রাজধানীজুড়ে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর