thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

পেঁয়াজের দাম কমছে

২০১৩ নভেম্বর ১০ ১৮:১১:০৭
পেঁয়াজের দাম কমছে

দি রির্পোট২৪ প্রতিবেদক: হরতালের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও কমছে পেঁয়াজের দাম।

কাওরান বাজারের পেঁয়াজের পাইকারী ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। কারণ হিসেবে তিনি বলেন, বর্তমান সময়ে পেঁয়াজের আমদানি বেশী হতে শুরু করেছে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় দাম কমের দিকে বলেও যোগ করেন তিনি।



জানা গেছে, পাইকারী দামে পেঁয়াজের দাম প্রতি কেজি ৯২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ধারা (৫ কেজি) ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।



তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, পেঁয়াজের দাম কমেনি বরং বেড়েছে।



রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দুই ধরনের পেঁয়াজের মধ্যে বাজারভেদে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।



খুচরা ব্যবসায়ীরা বলছেন, দাম বেশী হওয়ার কারণ হরতালের কারণে রাজধানী ঢাকায় পণ্য আসতে পরছে না। এছাড়া পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণেও পেঁয়াজের দাম বাড়ছে।



এদিকে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে চালের দাম বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের চালের দামই বাড়তি।



রাজধানীর পাইকারী চালের ব্যবসায়ীরা দাম বাড়ার বিষয়টি স্বীকার করছেন। তারা জানান, চাল প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কাওরান বাজারের মোটা চাল ৩৬ টাকা থেকে বেড়ে ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চাল প্রতি কেজি ৪৬ থেকে ৪৮ টাকা ও নাজিরশাইল চাল প্রতি কেজি ৪৬ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।



কাওরান বাজারের চাল ব্যবসায়ী মোহাম্মদ হান্নান জানান, হরতালের কারণে প্রতি ট্রাকে গাড়ি ভাড়া প্রায় ১০ হাজার টাকা বেড়েছে। এসব কারণে চালের দাম বাড়তি।



তবে গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে মসলার দাম বাড়েনি বলে জানিয়েছেন পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা।



রাজধানীর কাওরান বাজারের খুলনা বানিয়াতি স্টোরের মোহাম্মদ রাশেদ জানান, মসলার দাম বাড়েনি বরং কমেছে। আমদানি প্রচুর হওয়ায় দাম বাড়েনি। রাজধানীর কাঁঠালবাগান বাজারের একজন ব্যবসায়ীও জানালেন একই কথা।


(দি রির্পোট২৪/এএইচএস/এসবি/এমডি/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর