thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভারতের খামারে ১১ পাকিস্তানির লাশ

২০২০ আগস্ট ০৯ ১৯:৩৫:২১
ভারতের খামারে ১১ পাকিস্তানির লাশ

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে পাকিস্তানি অভিবাসী একটি হিন্দু পরিবারের ১১ সদস্যের লাশ মিলেছে। আজ রোববার সকালে রাজস্থানের যোধপুর জেলার একটি খামারে এই লাশগুলো পাওয়া যায়।

পুলিশ বলছে, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি অথবা কোনো নির্যাতনের প্রমাণ মেলেনি।
তবে ঘটনাস্থল ঘিরে ফরেনসিক টিমের সদস্যরা কাজ করছে। পাশাপাশি চূড়ান্ত অনুমানের জন্য ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, দেচু এলাকার লডটা গ্রামে বসবাস করা ওই পরিবারের একজনকে জীবিত পাওয়া গেছে।

পুলিশ সুপার রাহুল বারহাট বলছেন, জীবিত ওই ব্যক্তি দাবি করেছেন এ ঘটনা সম্পর্কে কোনো ধারণা নেই তার। ধারণা করা হচ্ছে, ঘটনাটি রাতের কোনো এক সময় ঘটেছে।

তিনি বলেন, আমরা এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, রাতে তারা রাসায়নিক কিছু খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে। ওই ঘরটিতে রাসায়নিকের গন্ধ পাওয়া গেছে।

এনডিটিভি জানিয়েছে, পরিবারের সব সদস্যরা ছিলেন পাকিস্তান থেকে আসা বিল সম্প্রদায়ের হিন্দু অভিবাসী। তারা গ্রামের খামারটিতে বাস করতেন। ওই খামারটি তারা ভাড়া নিয়েছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর