thereport24.com
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭,  ৯ সফর 1442

এবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বদলি

২০২০ আগস্ট ০৯ ১৯:৪১:২১
এবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বদলি

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনকে বদলি করা হয়েছে। তার স্থলে পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে। তিনি ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আকতার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. মো. বেলাল হোসেনকে ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে বদলি করা হয়েছে। বদলি/পদায়ণকৃত কর্মকর্তা আগামী ৩ কার্যদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় চতুর্থ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি বলে গণ্য হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর