thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭,  ৬ রবিউল আউয়াল 1442

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিইউজের ৩ দিনের কর্মসূচি

২০২০ আগস্ট ১২ ১২:৪৪:৪৮
জাতীয় শোক দিবস উপলক্ষে ডিইউজের ৩ দিনের কর্মসূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩ দিনের পৃথক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

কর্মসূচির মধ্যে রয়েছে- বিষয় ভিত্তিক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এসব কর্মসূচি সফল করার করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে অনুষ্ঠিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ''১৫ আগস্ট : নেপথ্যের কুশীলবদের বিচার কমিশন চাই'' শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আগামী ১৪ আগস্ট, শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে অনুষ্ঠিত হবে জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও করোনাকালে সাংবাদিকদের জন্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সহয়তা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

আগামী ১৫ আগস্ট, শনিবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।

(দ্য রিপোর্ট/আরজেড/১২আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর